ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রে শিশুসহ নিহত ৫

মৌসুমি ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় নবজাতক শিশু ও তার মাসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ক্যাটাগরি ১ মাত্রার হারিকেনটি শুক্রবার বিকেলে উত্তর ক্যারোলিনায় আঘাত হানার পর রাতের দিকে দক্ষিণ ক্যারোলিনার ওপর দিয়ে বইতে শুরু করে।noname

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে সেখানে একটি বাড়ির ওপরে গাছ ভেঙে পড়ে মা ও তার নবজাতক নিহত হয়েছে। আহত অবস্থায় শিশুটির বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া হ্যাম্পস্টেড শহরে জরুরি বিভাগের কর্মীরা হৃদ রোগে আক্রান্ত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে বাড়ির রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে। গাছ সরিয়ে বাড়িতে প্রবেশ করে মহিলাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

এদিকে লিনিয়র কাউন্ট্রি এলাকার গভর্নর জানিয়েছেন, সেখানে এক ব্যক্তি জেনারেটর চালানোর সময়ে ঝড়ের কবলে পড়ে মারা যান। এছাড়া একই এলাকায় অপর এক ব্যক্তি নিজের কুকুর দেখাশোনা করতে বাতাস সংশ্লিষ্ট কারণে নিহত হয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ফ্লোরেন্সের প্রভাবে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে শুক্রবার সকাল থেকেই পানিবন্দি হয়ে পড়তে শুরু করে ওই এলাকার বাসিন্দারা। ক্যারোলিনা সমুদ্র উপকূলের বাসিন্দা বিলি স্যাম্পল জানান, ঝড়ে তার বাড়ি কাঁপছিল। বাড়ির বাইরে তাকিয়ে তিনি দেখতে পান বড় বড় ঢেউ রাস্তার ওপরে আছড়ে পড়ছে।