ফিলিপাইনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে নিহত ১৪

ফিলিপাইনে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ম্যাংখুতের আঘাতে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট এর এক পরামর্শককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_103446131_mediaitem103446130

২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী সুপার টাইফুন হাইয়ানের সময় চার নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। এবারের ঝড়েও চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। এই সংকেতে কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে থাকেন। আশঙ্কা করা হচ্ছিল, টাইফুন ম্যাংখুতের সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৮ কিলোমিটার থেকে প্রায় ৩২৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের উপদেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সরকারের প্রধান সমন্বয়কারী ফ্রান্সিস টোলেন্টিনো বলেন,‘কর্তৃপক্ষের পরামর্শের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত হবে।’ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ম্যাংখুত এই বছর ফিলিপিনের ১৫তম ঝড়। প্রতিবছর গড়ে ২০টি টাইফুন দেশটিতে আঘাত হেনে থাকে।

শনিবার ফিলিপাইনের মূল দ্বীপ লুজনের ওপর দিয়ে ম্যাংখুত বয়ে যায়। এখন চীনের দিকে অগ্রসর হচ্ছে ঝড়টি। এই ঝড়ের অন্তত ৪২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। তীব্র বন্যা ছাড়াও বাড়ির ছাদ ও গাছ উপড়ে ফেলেছে ঘূর্ণিঝড় ম্যাংখুত।