মেক্সিকোয় বন্দুকধারীর হামলায় নিহত ৫

মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের জনপ্রিয় একটি পর্যটন এলাকায় বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির পুলিশকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

731741-15ph-2018-09-15t155933z592854848rc18fc5e4f00rtrmadp3mexico-violence

জানা যায়, ব্যস্ততম প্লাজা গ্যারিবাল্ডিতে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। তবে হামলার কারণ জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ৫ জন নিহতের সংখ্যা জানিয়েছে।

প্লাজা গেরিবল্ডি কুখ্যত তেপিত জেলার সীমান্তবর্তী এলাকা যেটি লা ইউনিয়ন নামের একটি মাদক ব্যবসায়ী দলের আবাসভূমি। তেপিত জেলায় ওই মাদক ব্যবসায়ী দলের মূল হোতাদের গ্রেফতার করায় গতমাস থেকে সেখানে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে মাদক সংক্রান্ত অপরাধ অনেক বেড়ে গেছে। তারপর থেকে এ সংক্রান্ত অপরাধে প্রায় দুই লাখ লোক খুন হয়েছে। গত বছর রেকর্ড পরিমান ২৮ হাজার ৭০২ জন খুন হয়েছে। এছাড়া আরো ৩৭ হাজার লোক নিখোঁজ রয়েছে।