হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের

ইয়েমেন থেকে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। তাদের দাবি, শনিবার সৌদি দক্ষিণাঞ্চলীয় শহরের জিজানকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ac1007fb3aaccd8a22be8420338d3b99-5b90f9b69a4a2

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে

হুথি পরিচালিত টেলিভিশন আল মাসিরাহ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়। আর সৌদি জোটের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জিজানের আবাসিক এলাকায় আঘাত হানতে যাওয়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষতির কথা জানা যায়নি।

তিন বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এপর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ২২০০ শিশু রয়েছে।