ফিলিপাইনে ভূমিধস, ৮১ জনের প্রাণহানি

ফিলিপাইনের ভূমিধসে অন্তত ৮১ জনের প্রাণহানি ঘটেছে। গত শনিবার ভোরে ফিলিপাইনের উত্তর-পূর্বের প্রধান দ্বীপাঞ্চলে আঘাত হানে শক্তিশালী টাইফুন ম্যাংখুত। ফিলিপাইনের প্রধান দ্বীপ ল্যজনের বাগাওতেও ঝড়টি আঘাত হানে। তার রেশ কাটতে না কাটতেই ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের তিনান গ্রামের সেবু দ্বীপে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ১০ থেকে ১৫টি বাড়ি মাটিচাপা পড়ে। ফিলিপাইনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলার বুধবার জানিয়েছে, এ নিয়ে গত শনিবার থেকে এ পর্যন্ত ভূমিধসে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে।

nonameভূমিধসে নিহত ব্যক্তিদের অধিকাংশই পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়েছিলেন। কর্তৃপক্ষের আশঙ্কা, আরও অনেকে হয়তো এখন মাটির নিচে আটকা পড়ে আছেন। আর এমন আশঙ্কা সত্য হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ভূত পরিস্থিতিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ।

ভূমিধসের পর নিখোঁজ খনি শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে এরইমধ্যে সোনার খনিগুলোতে এমন তৎপরতা থামানোর আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। কেননা, খনিগুলো এখনও নিরাপদ নয়। সূত্র: সিবিএস নিউজ।