জাতিসংঘ অধিবেশনের ভাষণে ট্রাম্প-রুহানির কথার লড়াই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একঘরে করে ফেলার আহ্বান জানানোর দিনেই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে রুহানি তেহরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প-রুহানি বৈঠকের জল্পনা কথার লড়াইয়ে পরিণত হলো।noname

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে গিয়ে তেহরানের ওপর ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। এরমধ্যেই কোনও পূর্বশত ছাড়াই ট্রাম্প আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্প-রুহানি বৈঠকের জল্পনা শুরু হয়।তবে মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প এখনকার মতো সেই বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে ভবিষ্যতে এই বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন। ইরান অবশ্য বরাবরই দাবি করে আসছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত চুক্তিতে ওয়াশিংটনের ফেরত আসার ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনায় বসার ইচ্ছা নেই।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে রুহানির ভাষণের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ তৈরির জন্য তেহরানকে অভিযুক্ত করেন। দিনের আরও পরের দিকে দেওয়া ভাষণে রুহানি বলেন, কোনও কোনও দেশ আন্তর্জাতিক মূল্যবোধ ও প্রতিষ্ঠানের প্রতি উন্মত্ত আচরণ ও  উপেক্ষা করায় বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। তিনি বলেন, জোটবদ্ধ হয়ে লড়াই করা শক্তির পরিচয় দেয় না। বরং এটা বুদ্ধিবৃত্তিক দুর্বলতার লক্ষণ। পরস্পর সম্পর্কিত ও জটিল বিশ্ব বোঝাপড়ায় এটা অক্ষমতার প্রকাশ।

রুহানি বলেন, দুর্ভাগ্যজনক যে বিশ্ব এমন শাসকদের প্রত্যক্ষ করছে যারা চিন্তা করছে চরমপন্থী, জাতীয়তবাদী ও নাৎসি প্রবণতার মাধ্যমে তারা তাদের স্বার্থের সুরক্ষা আরও ভালোভাবে দিতে পারবে।

এর আগে দেওয়া ভাষণে ইরানের নেতৃত্বকে দুর্নীতিবাজ স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের নেতৃত্ব মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বীজ বপন করছে। আর পরে রুহানি তার ভাষণে ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের একক নিষেধাজ্ঞা আরোপ অর্থনৈতিক সন্ত্রাসের একটি ধরণ।