নামাজের জন্য মসজিদ অপরিহার্য কিনা, ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আজ

মুসলিমদের নামাজ আদায়ের জন্য মসজিদ অপরিহার্য কিনা, আজ রায় দেবে ভারতের সর্বোচ্চ আদালত। অবসরের আগে এটিই শেষ রায় হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের।
noname

১৯৯৪ সালে দেশের সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছিল যে, নামাজ যে কোনও জায়গায় পড়া যেতে পারে। তার জন্য মসজিদ অপরিহার্য নয়। সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছিল যে,  সরকার প্রয়োজনে মসজিদের জমির দখল নিতে পারবে। আড়াই দশকের পুরনো এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছিল বেশ কয়েকটি মুসলিম দল।

আজ সুপ্রিম কোর্ট সেই আপিল নিষ্পত্তি করবে। ইসলামের বিধান অনুযায়ী মুসলিমদের নামাজ আদায়ের জন্য মসজিদ অপরিহার্য কিনা, রায়ে সেই পর্যবেক্ষণ হাজির করবে ভারতের সর্বোচ্চ আদালত।