জাপানের চিড়িয়াখানায় বিরল শ্বেত বাঘের আক্রমণে রক্ষীর মৃত্যু

জাপানের একটি চিড়িয়াখানায় বিরল প্রজাতির শ্বেত বাঘের আক্রমণে সেখানকার এক রক্ষীর মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর সোমবার দক্ষিণাঞ্চলীয় কাগোশিমা শহরের হিরাকাওয়া জুলোজিক্যাল পার্কে এ ঘটনা ঘটে। ৪০ বছরের ওই রক্ষীর নাম আকিরা ফুরুশো। তিনি চিড়িয়াখানাটিতে প্রাণীদের পরিচর্যা করতেন।

সোমবার আকিরা ফুরুশো’কে বাঘের খাঁচা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার ঘাড় থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, হিরাকাওয়া জুলোজিক্যাল পার্কের চারটি শ্বেত বাঘের মধ্যে একটি বাঘ ওই রক্ষীর ওপর হামলে পড়ে। শেষ পর্যন্ত ঘুমের ওষুধ দিয়ে রিকু নামের পুরুষ বাঘটিকে শান্ত করেন উদ্ধারকারীরা। তবে মৃতের পরিবারের অনুরোধে বাঘটিকে বাঁচিয়ে রাখা হয়েছে।

চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেন, আমরা রিকুকে হত্যার পরিকল্পনা করছি না। বরং তাকে বাঁচিয়ে রাখা হবে। কারণ মৃতের পরিবার আমাদের এমনটাই অনুরোধ করেছে। সূত্র: বিবিসি।