ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জন নিহত

 

ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

remote

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌ থেকে ৭৭ কিলোমিটার উত্তরে হরচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করনের খবরে বলা হয়, বুধবার ভোর ৬টার দিকে পশ্চিমবঙ্গের মালদহ থেকে রাজধানী দিল্লিগামী ট্রেনটির রায়বরেলির হরচন্দ্রপুরে কাছে দুর্ঘটনার শিকার হয়।  মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস বা ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৪৫ জন আহত হয়েছেন। এছাড়া উল্টে পড়া বগিগুলোতে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

accident1

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ট্রেনটি উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা সেখানে কাজ করছে। এই দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।