ইরানে সামরিক কুচকাওয়াজে হামলার মূলহোতাকে হত্যার দাবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি করেছে দেশটি। ইরানের রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি বলেছে, এই হামলার মূল পরিকল্পনারী ছিলেন জঙ্গিগোষ্ঠী আইএস’র শীর্ষস্থানীয় কমান্ডার ‘আবুজোহা’। তাকে ইরাকের দিয়ালা প্রদেশে হত্যা করা হয়েছে।

000_19C0GJ-640x400

 

মঙ্গলবার বিকালে আইআরজিসি’র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইরাকের সরকারপন্থি আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এক অভিযান চালিয়ে আবুজোহাকে হত্যা করেছে। অভিযানে আবুজোহার চার সহযোগীও নিহত হয়।

ইরানের আহওয়াজ শহরে গত ২২ সেপ্টেম্বর সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত ও ৬০ জন আহত হন। হতাহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ওই প্যারেডের আয়োজন করা হয়েছিল।

আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ ওই সময় বলেছিলেন, 'আল-আহওয়াজিয়া' নামের এক সংগঠন এই হামলা চালিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট গোষ্ঠীটি হামলার দায়ও স্বীকার করেছে। আহওয়াজ বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেয়। সূত্র: পার্সটুডে।