খাশোগি হত্যার ‘গুরুত্বপূর্ণ’ আলামত পাওয়ার দাবি তুরস্কের

তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের দুটি কূটনৈতিক ভবনে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত পাওয়ার দাবি করেছেন তুরস্কের তদন্তকারীরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  noname

 

২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর আর দেখা যায়নি খাশোগিকে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমমের এক প্রতিবেদনে একটি রেকর্ড করা কথোপকথনের বরাত দিয়ে বলা হয়েছে, সৌদি আরবের সমালোচক খাশোগিকে হত্যা করেছে দেশটির একদল খুনি। তুর্কি কর্মকর্তাদের দাবি, সৌদি আরব থেকে আসা ১৫ সদস্যের একটি হিট স্কোয়াড কনস্যুলেট ভবনে এই হত্যাকাণ্ড ঘটায়।

সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, খাশোগি হত্যায় অভিযুক্ত ১৫ সদস্যের হিট স্কোয়াডের মধ্যে ছয়জনের হাতের আঙুলের ছাপ পাওয়া গেছে সি ব্লকে।

ইস্তানবুল থেকে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্ট্রাফোর্ড জানান, কনস্যুলেট ভবনের নির্দিষ্ট একটি এলাকা তদন্তকারীদের মনোযোগ কেড়েছে। ‘সি ব্লক’ নামে পরিচিত ওই এলাকা শুধু কূটনৈতিক কর্মীদের জন্য নির্ধারিত। প্রতিবেদক চার্লস স্ট্রাফোর্ড বলেন, গত কয়েক ঘণ্টায় সূত্রগুলো জানিয়েছে, খাশোগিকে কনস্যুলেট ভবনের সি ব্লকে হত্যার শক্ত প্রমাণ রয়েছে।

খাশোগির সঙ্গে কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা গতকাল বুধবার কনস্যুলেট ভবন ও কনসাল জেনারেলের বাসভবনে ১২ ঘণ্টারও বেশি সময় অনুসন্ধান ও তল্লাশি চালিয়েছে।