আইএসের ৪০টি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ইরাকি বাহিনীর

ইরাকের পশ্চিমাঞ্চলের দিয়ালা প্রদেশের জঙ্গিগোষ্ঠী আইএসের ৪০টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরাকি বাহিনী। শনিবার স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

thumbs_b_c_19a896a0d88815e7ba00a86991b79005

স্থানীয় পুলিশের ক্যাপটেন হাবিব আল শিমারি বলেন, সেনাবাহিনী, পুলিশ ও হাশদ আ শাবি মিলিশিয়াদের যৌথ বাহিনী গত কয়েক দিন ধরে ব্যাপক সামরিক অভিযান চালায়। এই অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। তবে ইরাকি বাহিনীর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কয়েক মাস ধরে ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা করেছে আইএস। এরই জেরে এমন সামরিক অভিযান চালানো হয়।

তিন বছরের যুদ্ধ শেষে গত বছর ইরাকি কর্মকর্তারা দেশটি থেকে আইএসের সামরিক উপস্থিতি ধ্বংস করার ঘোষণা দেন। তারপরও দেশটির কিছু অংশে জঙ্গিগোষ্ঠীটির তৎপরতা লক্ষ্য করা যায়।  আর সেসব স্থানের অনেক সময় অভিযান চালিয়ে থাকে ইরাকি বাহিনী।