ইয়েমেনে মৌসুমী ঝড় ও বন্যায় ১১ জন নিহত

ইয়েমেনে পশ্চিমাঞ্চলের মাহরা প্রদেশে রবিবার থেকে শুরু হওয়া মৌসুমী ঝড় ও বন্যায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে আরও ২৫ জন। এছাড়া সপ্তাহ ব্যাপী ঝড় আর আকস্মিক বন্যায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে প্রায় ৩৮০০ পরিবার। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_fccb7ecd17f14adef1f2b11247c764be

স্থানীয় জরুরি  ত্রাণ কমিটির সদস্য আজান আল কামেরি বলেন, শনিবার প্রদেশের রাজধানী আল ঘায়জার বিভিন্ন স্থানে বন্যায় ভেসে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল  এখনও নিখোঁজ ২৫ জনের অনুসন্ধান চালাচ্ছে। ঝড় শুরুর প্রথম থেকে তারা নিখোঁজ ছিল।

এই মাসের শুরুতে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লুবান ওমান উপকূল অতিক্রম করার পর  রবিবার থেকে ইয়েমেনে ঝড় শুরু হয়। ইয়েমেনের মাহরা প্রদেশে প্রচণ্ড গতিতে বাতাসের পাশাপাশি প্রবল বর্ষণ হচ্ছে।

২০১৫ সালের পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মতো মৌসুমী ঝড়ের কবলে পড়লো। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে ‍গৃহযুদ্ধ চলছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। যেকোনও সময় সেখানে দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।