যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও পাকিস্তান

যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও পাকিস্তান। ‘ধ্রুজবা’ নামের ওই মহড়ায় অংশ নিতে সোমবার একটি রুশ সেনাবহর পাকিস্তানে এসে পৌঁছায়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_952d9d9d39e6691bba5ebc00b3f06d8a

প্রতিবেদনে বলা হয়, রুশ শব্দ ধ্রুজবা এর অর্থ বন্ধুত্ব। এই মহড়ায় নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, দুই সপ্তাহব্যাপী এই মহড়া শেষ হবে আগামী ৪ নভেম্বর।

২০১৪ সালে ইসলামাবাদের ওপর থেকে দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মস্কো। ১৯৭৯ সালে সোভিয়েত অভিযানের সময় এই নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। ২০১৪ সালের দুই দেশের প্রতিরক্ষা ‍চুক্তির পর এই নিয়ে তৃতীয়বারের মতো সামরিক মহড়া করছে দুই দেশ। ২০১৬ সালে পাকিস্তানে হয়েছিলো প্রথম মহড়া। আর ২০১৭ সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয় দ্বিতীয়টি।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও পাকিস্তান সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। গত বছর ১৫ কোটি ৩০ লাখ ডলারে রাশিয়ার কাছ থেকে চারটি এমআই-৩৫ হেলিকপ্টার কিনেছে পাকিস্তান। বাণিজ্যের জন্য রাশিয়াকে গোয়াদর বন্দর ব্যবহারের অনুমতিও দিয়েছে পাকিস্তান। বিনিময়ে চমন সীমান্তের সঙ্গে একটি রেলওয়ে তৈরি করবে রাশিয়া।