সত্য উন্মোচন ও দোষীদের বিচারের প্রতিশ্রুতি সৌদি আরবের

তুরস্কে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় পুঙ্খানুপুঙ্খু ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার ইন্দোনেশিয়ার জার্কাতায় একটি দ্বিপাক্ষিক বৈঠকের আগে সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সত্য উন্মোচন ও দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

জাকার্তায় সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে প্রথমবারের মতো সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে তারা দাবি করে, তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না।আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এবার হত্যাকাণ্ডটির ব্যাপক তদন্তের কথা জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

আল জুবায়ের বলেন, সৌদি আরব তুরস্কে একটি তদন্ত দল পাঠিয়েছে। সাংবাদিক হত্যার ঘটনায় দায়ী সবাইকে আটক করা হবে। ‘পুঙ্খানুপুঙ্খু ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সত্য উন্মোচন করতে চাই, দোষীদের বিচারের আওতায় নিতে চাই।’ ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গের এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী জুবাইর। তিনি বলেন, ‘আমরা এ ঘটনায় নজর রাখছি। এর প্রক্রিয়াসহ বিভিন্ন দিক এমনভাবে খতিয়ে দেখা হচ্ছে যেন ভবিষ্যতে আর কেউ এমন ঘটাতে না পারে।’

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত জামাল খাশোগি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী ছিলেন তিনি। এক সময় সংবাদপত্র আল ওয়াতানের সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন খাশোগি। কাজ করেছেন একটি সৌদি টেলিভিশন চ্যানেলেও। ওয়াশিংটন পোস্ট ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সৌদি আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক অনুষ্ঠানগুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন খাশোগি। সৌদি রাজপরিবারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।