ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৬

ইরাকের উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।  স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

thumbs_b_c_f31a4988f8f8cd5111e7a3cab965f3d3

পুলিশ লেফটেন্যান্ট আবদেল কাদির আল জাবুরি বলেন, মসুলের দক্ষিণাঞ্চলীয় শহর আল কায়ারাহর একটি বাজারে গাড়িটি বিস্ফোরিত হয়। রাস্তার পাশে পার্ক করা ছিলো গাড়িটি। তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন সরকার দলীয় সেনাও রয়েছে।

এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।  তবে আল-জাবুরি এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করছেন।

বিগত মাসগুলোতে ইরাকে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।  গত বছর ইরাকি কর্মকর্তারা মসুলে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করলেও এখনও প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।