যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণে বাধ্য করবে ইরান: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণে বাধ্য করবে। শনিবার ইরানের পার্লামেন্টে চার মন্ত্রীর আস্থাভোট অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

nonameগত কয়েক মাসে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন ও বিচারালয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয়ের কথা উল্লেখ করেন হাসান রুহানি। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালত ইরানের আবেদনে সাড়া দিয়ে আমেরিকার বিরুদ্ধে রায় দিয়েছে। পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে ইউরোপসহ গোটা বিশ্ব আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে।

হাসান রুহানি বলেন, আমেরিকা একটি বড় দেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে অথচ তার পুরনো মিত্ররা তাকে সমর্থন করবে না, এমন ঘটনা সাম্প্রতিক ইতিহাসে নেই। আমেরিকার মোকাবিলায় ইরানের এ বিজয় নজিরবিহীন।

তিনি বলেন, বিশ্ব সমাজ এখন ইরানকে প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ বলে মনে করে। অন্যদিকে আমেরিকা বিশ্ববাসীর সামনে প্রতিশ্রুতি ভঙ্গকারী ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

হাসান রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে পাশবিক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা প্রমাণ করেছে, সে ইরানি জনগণের সবচেয়ে বড় শত্রু। তিনি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সূত্র: পার্স টুডে।