বাগদত্তা হাতিসের স্মৃতিতে অমলিন থাকবেন খাশোগি

জীবনের ওপারে চলে গেলেও হত্যাকাণ্ডের শিকার সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে ভুলতে চান না তার বাগদত্তা হাতিস চেঙ্গিস। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খাশোগি তার স্মৃতিতে অমলিন থাকবেন। সামনের দিনগুলোতে তার দেখানো পথেই হাঁটবেন হাতিস।
হেতিস চেঙ্গিস

বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। খাশোগি নিখোঁজ হওয়ার দিনে তার সঙ্গেই ছিলেন তুর্কি বাগদত্তা হাতিস চেঙ্গিস। সম্প্রতি তিনি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তাদের হৃদয়গত লেনাদেনা মাত্র ৬ মাসের। মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্মেলনে পরিচয়। খাশোগি সেখানে ছিলেন বক্তা। হাতিস উপস্থিত ছিলেন গবেষক হিসেবে। প্রাথমিক পরিচয়ের সেই অনুভূতির কথা জানাতে গিয়ে হাতিস এবিসি নিউজকে বলেন, ‘এ ধরনের একজন প্রখ্যাত সাংবাদিক ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে আমি অবিশ্বাস্য রকমের দৃঢ় মনোবল অর্জন করেছিলাম।’

এবার মিডলইস্ট মনিটরকে হাতিস বললেন, ‘জামাল আমার স্মৃতিতে অমলিন থাকবেন, একজন শিক্ষক হিসেবে, অনুসরণীয় এক ব্যক্তিত্ব হিসেবে। বিয়েটা আমাদের পুরোপুরি সম্পন্ন হয়নি ঠিকই, তবে আমার কাছে জামাল এমন একজন মানুষ, যার সঙ্গে থাকাটা আমার জন্য ছিল চূড়ান্ত আনন্দের এক অভিজ্ঞতা, তা যত কম সময়ের জন্যই হোক না কেন।’

হাতিস জানিয়েছেন, খাশোগির দেখানো পথেই তিনি শিখতে থাকবেন, তার দেখানো পথেই চিন্তা করবেন। ‘সবসময় আমি চিন্তা করব, যদি জামাল জীবত থাকতেন, তাহলে তিনি নিজে কী করতেন, আমাকে কী করতে বলতেন, তিনি আমাকে কী পরামর্শ দিতেন। জামাল আমার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, আমৃত্যু তিনি তা-ই থাকবেন। আমি তার পরামর্শ-নীতি আর দেখানো পথই অনুসরণ করে যাবো’- বলেন হাতিস।