ইউক্রেনে অ্যাসিড হামলায় আহত অ্যাক্টিভিস্টের মৃত্যু

ইউক্রেনের তিন মাস আগে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার অ্যাক্টিভিস্ট কাটারিনা ফান্ডজিউক  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এ অ্যাক্টিভিস্ট রাজধানী কিয়েভে ১১টি প্রজেক্টে কাজ করছিলেন। গত ৩১ জুলাই অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। এতে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। নষ্ট হয়ে যায় চোখের বেশিরভাগ অংশ।

nonameইউক্রেনের খারাসন সিটির কাউন্সিলর ৩৩ বছরের কাটারিনা রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সরব ছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার ইস্যুতে।

কাটারিনা ফান্ডজিউকের ওপর অ্যাসিড হামলাকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পেরোশেঙ্কো। তিনি বলেছেন, এই হামলার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক অবশ্যই  তাদের শাস্তি দেওয়া হবে। ইতোমধ্যেই পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাসিড হামলার শিকার হওয়ার পর কাটারিনা ফান্ডজিউক বলেছিলেন, দগ্ধ হওয়ার পর আমি দেখতে অনেক কুৎসিত হয়ে গেছি। তবে ইউক্রেনের বিচার ব্যবস্থার চেয়ে আমার অবস্থা ঢের ভালো। বিচার ব্যবস্থা আরও কুৎসিত। আমার অন্তত চিকিৎসা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থার সেটাও হচ্ছে না। সূত্র: বিবিসি।