প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্য ব্যবধানে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে ট্রাম্পের প্রতি নিজেদের অসন্তোষের জানান দিয়েছেন দলটির ভোটাররা।

এ মুহূর্তে ডেমোক্র্যাটদের হাতে আছে ১৬৭টি আসন। আর রিপাবলিকানদের হাতে আছে ১৬৬টি আসন। তবে পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হলে ডেমোক্র্যাটরা আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির সাবেক পলিটিক্যাল ডিরেক্টর আয়ান রাসেল বলেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের এই সরু সংখ্যাগরিষ্ঠতার অর্থ হচ্ছে, যে কোনও আইন প্রণয়নে এখানে বৃহত্তর সমঝোতার প্রয়োজন হবে। এতে করে উভয় দলের মধ্যপন্থীদের ক্ষমতায়ন হবে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জন্য এ নির্বাচনকে গণভোট হিসেবে দেখা হচ্ছিল। বলা হচ্ছিল, এই মধ্যবর্তী নির্বাচনের ফল আগামী দুই বছর ও পরবর্তী সময়ের জন্য মার্কিন রাজনীতির গতি-প্রকৃতি ঠিক করে দেবে। বাস্তবে সেটাই হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে অনেক ক্ষেত্রেই ডেমোক্র্যাটিক পার্টির মুখাপেক্ষী হতে হবে তাকে।

হাউসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের পক্ষে কথা বলছিল ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর থেকে সবগুলো মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল গড়ে ন্যূনতম ২৫টি আসন হারিয়েছে। আর প্রেসিডেন্টের জনপ্রিয়তা সূচক যখন ৫০-এর নিচে নেমে যায় তখন ৩৭টি আসন হারাতে হয়েছে।

গত প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারের মধ্যবর্তী নির্বাচনেও অভিবাসী বিদ্বেষকে হাতিয়ার করেছিলেন ট্রাম্প। নির্বাচনি প্রচারণায় তিনি বলেছেন, ‘ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। অবৈধ অভিবাসীরা অবাধে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে। আমাদের যাবতীয় অর্জন ঝুঁকির মুখে পড়বে।’