ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত ৫, এলাকাছাড়া দেড় লক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি বড় দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দাবানলের তীব্রতায় জীবন বাঁচতে উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন দেড় লাখেরও বেশি মানুষ। কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

nonameউপদ্রুত এলাকায় একটি গাড়িতে পাঁচজনের দগ্ধ মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে।

nonameদাবানলের তাণ্ডবে শুক্রবার পর্যন্ত উপদ্রুত এলাকার অন্তত ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।