সুমাত্রা দ্বীপে ভূমিধসে অন্তত সাতজন নিহত

 

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অন্তত ৭ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা  সংস্থার বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_9e1c42f42c711e632e640c9362e00fff

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগরোহো এক বিবৃতিতে বলেছেন, সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলের সুকামাজু গ্রামে ওই ভূমিধসে একটি বাড়ি ধ্বংস হয়ে যায়। বাড়িটিতে সাতজন মানুষ ছিল। তাদের সবাই নিহত হয়েছে।

বাড়িটির ধ্বংসস্তূপ থেকে নিহতের লাশ উদ্ধারের কাজ করছে উদ্ধারকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর ওই এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রায় সারা বছর ভারী বৃষ্টিপাত ও মৌসুমি আবহাওয়া বিরাজ করে। দেশটিতে ভারী বর্ষণের কারণে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।