ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক কূটনীতিকের কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে ইরান। রবিবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেইন মাহসেনি এজিই বলেন, ওই কর্মকর্তাকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

iran-flag

গত আগস্ট মাসে ইরানের গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাভি বলেছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এবার এক কর্মকর্তার সাজার খবর পাওয়া গেল।

এজিইকে উদ্ধৃত করে বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান’র খবরে বলা হয়, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কামাল আমিরবেইক। তাকে  ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। তবে তিনি কার হয়ে গুপ্তচরবৃত্তি করতেন এ বিষয়ে কোনও কিছু ওই খবরে জানানো হয়নি। সূত্র: মিডলইস্ট মনিটর।