গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ৭ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যয় ঢুকে সাতজনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। এছাড়া স্থানীয় আরেক কমান্ডারসহ আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Gazaরবিবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দল প্রতারণার আশ্রয় নিয়ে একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে। তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্‌সাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার নূর বারাকা’কে হত্যা করে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ইসরায়েল সীমান্ত থেকে গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে এই হামলা চালানো হয়।

কমান্ডার নিহত হওয়ার পর হামাস যোদ্ধারা ঘাতক ইসরায়েলি সেনা বহনকারী গাড়িটির ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় আকাশে উড়ে আসে একটি ইহুদিবাদী জঙ্গিবিমান। ইসরায়েলি বিশেষ সেনা বহনকারী গাড়িটিকে পালিয়ে যেতে সহায়তার জন্য ওই বিমান থেকে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই গুলি বিনিময় ও ক্ষেপণাস্ত্রের আঘাতে হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মাদ আল-কারা’সহ আরও পাঁচজন নিহত হন। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।