ক্যামেরুনে স্কুলে অপহরণ: মুক্তি পেল শেষ ৪ জন

ক্যামেরুনের একটি স্কুল থেকে অপহরণের শিকার ৮১ জনই মুক্তি পেলেন। সোমবার সর্বশেষ চারজনকে মুক্তি দেয় অপহরণকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_104213540_bamenda22গত ৪ নভেম্বর রবিবার ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রেসবিতেরিয়ান স্কুলে রবি এই অপহরণের ঘটনা ঘটে।  কোয়নে গ্রামের ওই স্কুলটিতে হঠাৎ সশস্ত্র একটি চক্র হামলা চালায়। বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।

৩ দিন পর ৭৮ জন স্কুলশিক্ষার্থী ও অপর তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনজন বাকি ছিলেন। সোমবার স্কুলটির প্রিন্সিপাল, একজন শিক্ষক ও দুই শিক্ষার্থীকের বাফুত থেকে ১৫ মাইল দূরে নামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে এই অপহরণের পেছনে কোন চক্র জড়িত ছিলো তা এখনও জানা যায়নি। এর আগে জানা গিয়েছিল,  বন্দুকধারীরা নিজেদের আম্বা বয়েজ বলে দাবি করছে।

স্কুলের প্রিন্সিপালকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা জানান, অপহরণের বিভীষিকা কাটিয়ে উঠতে পারেননি তিনি।