ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ৬ কোটি ডলার সহায়তা সৌদি আরবের

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পূর্ব প্রতিশ্রুত ৬ কোটি ডলার সহায়তা করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

20161221_2_20859651_17259614

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।

 

 সৌদি আরব জানায়, সৌদি উন্নয়ন তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতি মাসেই তারা এই সহায়তা কর থাকে। এবারে দেওয়া হলো সেপ্টেম্বর ও অক্টোবরের হিসেবে। আরব লিগে সৌদি আরবের স্থায়ী রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুকালি বলেন, ফিলিস্তিনে তাদের সহায়তা অব্যাহত থাকবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিকভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবেন তারা।

এর আগে শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনির সরকারি কর্মীদের ১৫ মিলিয়ন ডলার সহায়তা দেয় কাতার।