সফলভাবে উচ্চ প্রযুক্তির অস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

‘নতুন করে তৈরি করা একটি উচ্চ প্রযুক্তির কৌশলসম্পন্ন’ অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৬ নভেম্বর) দেশটির নেতা কিম জং উনের উপস্থিতিতে নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে এটি ঠিক কী ধরনের অস্ত্র তা নির্দিষ্ট করে জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এটি কোনও পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত পরীক্ষা ছিল না।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
উত্তর কোরিয়ার দাবি, অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স-এ নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এ অস্ত্র পরীক্ষা সফল হওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েন কিম। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে উনের সে উচ্ছ্বাসের কথা প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে: ‘দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুদ্ধোপকরণ নির্মাণসংশ্লিষ্ট শ্রমিক ও বিজ্ঞানীরা আরও একটি বড় ধরনের কাজ করায় শীর্ষ নেতা কিম জং উন অনেক উচ্ছ্বসিত ছিলেন।’

কিম জং উনের প্রয়াত বাবা কিম জং ইল জীবদ্দশায় এ ধরনের অস্ত্র তৈরির পরিকল্পনা করেছিলেন। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, নতুন অস্ত্রের সফল পরীক্ষা চলাকালে বাবার শূন্যতা বোধ করছিলেন উন।

জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রথমবারের মতো অস্ত্র পরীক্ষাস্থলে থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন উন। নতুন অস্ত্রের পরীক্ষার মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ং-এর নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র আগেই হুমকি দিয়ে রেখেছে, পারমাণবিক অস্ত্র কিংবা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বাদ দিতে উত্তর কোরিয়া দৃঢ় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নতুন অস্ত্র পরীক্ষা নিয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়া জানা যায়নি।

গত বছর উত্তর কোরিয়া ‘মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দুই দেশের হুমকি ও পাল্টা হুমকি নতুন মাত্রায় পৌঁছায়। এ বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকের পর বদলে যায় পরিস্থিতি। জুলাই মাসে কিমের কাছ থেকে পাওয়া একটি চিঠিকে খুবই সুন্দর আখ্যা দিয়ে টুইট করেন ট্রাম্প। কয়েক দফা চিঠি চালাচালির পর সেপ্টেম্বরে কিমের কাছ থেকে দ্বিতীয় বৈঠকের প্রস্তাব সম্বলিত চিঠি পাওয়ার কথা জানায় ট্রাম্প প্রশাসন।

দুই নেতার মধ্যে সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত পাওয়া গেলেও অস্ত্র কর্মসূচি বাতিলের বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের দাবি পূরণে সম্মত হয়নি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া নীতির সঙ্গে সংশ্লিষ্ট তিন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সেপ্টেম্বরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,কিমের পারমাণবিক অস্ত্র ও ব্যালাস্টিক মিসাইল কর্মসূচি বাতিল বা স্থগিতের আলোচনা এগিয়ে নেওয়ার মতো কোনও অগ্রগতি হয়নি। এরমধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক সামরিক মহড়া নিয়ে ধারাবাহিকভাবে ক্ষোভ জানিয়ে আসছে উত্তর কোরিয়া।