যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে আট জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপদ্রুত এলাকার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন লক্ষাধিক মানুষ। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

noname১৫ নভেম্বর বৃহস্পতিবার আঘাত হানা তুষারঝড়ের ফলে উপদ্রুত এলাকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। কয়েক ঘণ্টা বিলম্বিত হয় কমিউটার ট্রেন চলাচল। এমনকি তুষার ঝড়ের কারণে বিপাকে পড়েন পথচারীরাও।

বৃহস্পতিবারের পর শুক্রবারও তুষারঝড়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন। মূলত যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল থেকে মধ্যপূর্বাঞ্চলে এ ঝড় আঘাত হানে। স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত এ ঝড় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুষারঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন উপদ্রুত এলাকার বাসিন্দারা। উপদ্রুত চার রাজ্যের প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।