করাচিতে বোমা বিস্ফোরণে দুইজন নিহত

পাকিস্তানের করাচিতে একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_159c6fab0c9c066269705d1b6b0a602c

করাচির পুলিশ প্রধান ইরফান বাহাদুর বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি হাটের মধ্যে একটি ঠেলাগাড়ির নিচে ওই বোমাটি লাগানো ছিল। রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজের খবরে দেখানো হয়, উদ্ধারকর্মীরা নিহতদের লাশ সরিয়ে নিচ্ছেন আর আহতদের রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে সড়ক ও আশেপাশে স্থানগুলোতে রক্ত, পোশাকের অংশ, জুতা, চশমাসহ অন্যান্য জিনিস পড়ে থাকতে দেখা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

করাচি পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর ও বাণিজ্যিক রাজধানী। শহরটিতে গত তিন দশক ধরে সাম্প্রদায়িক সহিংসতা, রাজনৈতিক সহিংসতা ও স্থানীয় অপরাধী চক্রের মধ্যকার সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। তবে ২০১৩ সালে সেনা বাহিনীর সহায়তায় একটি অভিযান চালানোর পর থেকে এসব সহিংসতা বেশ কমে এসেছে।