এজিয়ান সাগরে ভাসমান ৪৪ অভিবাসী উদ্ধার

এজিয়ান সাগরে ভাসমান থাকা নারী ও শিশুসহ ৪৪ অভিবাসীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। তারা সবাই ইউমুর্তা দ্বীপে আটকা ছিলেন।

thumbs_b_c_d1d88de121e61720caf748b649ad8a91

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

ওই দ্বীপ থেকে একজন শরণার্থী সাহায্যের আবেদন জানালে তাতে সাড়া দেয় তুরস্ক। এরপর সোমবার তাদের উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

তুরস্ক দিয়েই ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অভিবাসীরা। দেশটিতে বর্তমানে ২২ লাখেরও বেশি সিরীয় নাগরিক শরণার্থী হিসেবে অবস্থান করছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়া থেকে এ পর্যন্ত তুরস্ক এসব শরণার্থীদের আশ্রয় ও খাবারের পেছনে প্রায় সাড়ে আটশ কোটি ডলার ব্যয় করেছে।