বেলজিয়ামে পুলিশের ওপর ছুরিকাঘাত, হামলাকারী গ্রেফতার

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক যুবক। পরে তাকে গুলি করে পরাস্ত করে আহত দুই পুলিশ সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

2018-11-20t085712z_917241721_rc1485acd700_rtrmadp_3_belgium-stabbingদেশটির প্রসিকিউটররা দাবি করে, ‘আল্লাহু আকবার’ চিৎকার করে হামলা চালিয়েছিলো। তার কাছে দুটি ছুরি ছিলো। সেই ছুরি দিয়ে পুলিশ সদস্যের ঘাড়ে কয়েকবার আঘাত আনেন তিনি।

গুলিবিদ্ধ ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এছাড়া আহত ওই পুলিশকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত।

শহরের প্রসিকিউটর বলেন, আমরা এখনও তার উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে শুনেছে।

পুলিশ জানায়, হামলাকারীর বিরুদ্ধে আগেও ‍চুরি ও সহিংসতা অভিযোগ ছিলো। ২০১৪ সালে হত্যাচেষ্টার অভিযোগে একবার গ্রেফতারও হয়েছিলেন তিনি।

বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবোন এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেছেন।