সেনাবাহিনী গঠন করবে না ইইউ: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি বলেছেন, এই অর্থনৈতিক জোট কোনও ইউরোপীয় সেনাবাহিনী গঠন করবে না। মঙ্গলবার ইইউ’র কাউন্সিল ফর ফরেইন অ্যাফেয়ার্সের এ সম্মেলনের এর তিনি বলেন, ইইউ কোনও সামরিক জোটে পরিবর্তিত হবে না।

thumbs_b_c_1fa5a79049a4bb66fcf9a3f016b7a850

মোঘেরিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক জোট। এখানে কোনও প্রতিযোগিতা নেই, এখানে কোনও বিকল্প চিন্তাও নেই। আমরা কোনও ইউরোপীয় সেনাবাহিনী গঠন করতে যাচ্ছি না। এখানে কেউই ইউরোপীয় সেনাবাহিনীর বিষয়ে কথা বলছে না’।

ইইউ’র এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘সদস্য দেশগুলো যাতে তাদের নিজেদের প্রতিরক্ষার জন্য ব্য করার সক্ষমতা বাড়াতে পারে সেজন্য বিনিয়োগ করছে ইইউ। তাহলে তারা আমাদের অঞ্চল ও বিশ্বব্যাপী আরও কার্যকর, আরও বিশ্বস্ত ও আরও সক্রিয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে’।

মোঘেরিনি জোর দিয়ে বলেন, ইইউ’র মিশন ও অভিযান, ন্যাটোর অভিযান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও দ্বিপাক্ষিক ও বহুমুখী ব্যবহারেরজন্য সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব বাহিনী রয়েছে।

এই মাসের শুরুতে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে আলাদাভাবে ইইউ সেনাবাহিনী গঠনের আহ্বান জানায় জার্মানি ও ফ্রান্স।