তালেবানের সঙ্গে শান্তি আলোচনার দল গঠন করলেন আফগান প্রেসিডেন্ট

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ১২ সদস্যের দল গঠন করেছে আফগানিস্তান সরকার। প্রেসিডেন্ট আশরাফ ঘানি বুধবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই দল গঠনের ঘোষণা দেন। আফগানিস্তানে শান্তি স্থিতিশীলতা অর্জনের লক্ষে আয়োজিত দুই দিনের জাতিসংঘ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ঘানি জানান, এই দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সালাম রহিমি। তিনি বলেন, এই দলে এমন নারী ও পুরুষদের নেওয়া হয়েছে যাদের শান্তি আলোচনার মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলার  প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতা রয়েছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি
তালেবানের সঙ্গে সরাসরি মার্কিন প্রশাসনের সরাসরি আলোচনা চলার মধ্যেই আয়োজন করা হয় জাতিসংঘের এই সম্মেলন। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান সরকার উৎখাতের পর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে সশস্ত্র গোষ্ঠীটি। যুদ্ধ অবসানে শান্তি আলোচনার প্রাথমিক শর্ত হিসেবে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক বাহিনীর প্রত্যাহার চায় তালেবান।

জেনেভার সম্মেলনে আফগানিস্তানের প্রেসিডেন্ট বলেন,  ‘আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি দেশব্যাপী নাগরিকদের সঙ্গে কয়েক মাসের নিবিড় আলোচনার পর আমরা শান্তি আলোচনার জন্য একটি রোডম্যাপ তৈরি করেছি’।  তিনি বলেন, ‘প্রতিটি নাগরিক বিশেষ করে নারীদের সাংবিধানিক অধিকার ও বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে’।

আশরাফ ঘানি বলেন, তিনি এমন একটি শান্তি চুক্তির আশা করেন যাতে তালেবান একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সমাজ গঠনে যুক্ত হবে। তবে তিনি বলেন সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত কোনও সংগঠনকে রাজনৈতিক প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে না।

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ছাড়াও শত শত কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। চলতি মাসের শুরুতে কাতারে আফগানিস্তানে নিযুক্ত বিশেষ মার্কিন দূত জালমায় খলিলজাদের সঙ্গে তিন দিন বৈঠক করেন তালেবান কর্মকর্তারা। তবে ওই আলোচনায় আফগানিস্তান সরকার সম্পৃক্ত হয়নি।

গত সপ্তাহে তালেবানের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করে। ওই সময়ে তালেবানের কাতারভিত্তিক মুখপাত্র সোহাইল শাহিন বলেন, শান্তি স্থাপন ও আফগানিস্তানে সরকার গঠন করতে দ্বিতীয় ধাপের আলোচনা আফগানদের নিজেদের মধ্যে অনুষ্ঠিত হবে।