নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সৌদি যুবরাজ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার সৌদি বার্তা সংস্থা স্পার এর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই দেশের নিরাপত্তা, জ্বালানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই নেতা।

 AR-181139998

বর্তমানে তারা দুজনই জি-২০ সম্মেলনে অংশ নিতে আর্জেন্টিনা অবস্থান করছেন। রাজধানী বুয়েন্স এইরেসে যুবরাজের বাসভবনেই দেখা করেন মোদি। যুবরাজ জানান, ভারতে জ্বালানি রফতানি করতে প্রস্তুত সৌদি আরব।

সৌদি তেল রফতানিকারক প্রতিষ্ঠান আরামকোর ভারতে বিনিয়োগ নিয়ে মোদির সঙ্গে কথা বলেন মোহাম্মদ বিন সালমান। ভারতের পশ্চিম উপকূলে বড় পরিশোধন প্রকল্প তৈরিরও আশা প্রকাশ করেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়,  সৌদি সমর্থিত ভিশন ফান্ড এর মাধ্যমে সৌরশক্তিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা বলেন দুই নেতা। বৈঠকে অস্ত্র তৈরি ও রফতানিতে যৌথ প্রয়াসের ব্যাপারে কথা বলেন বিন সালমান ও মোদি।