২০১৯ সালের শুরুতেই ফের ট্রাম্প-কিম বৈঠক

২০১৯ সালের গোড়ার দিকে ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকস্থল হিসেবে এখনও পর্যন্ত তিনটি স্থানকে বিবেচনায় রাখা হয়েছে। আর্জেন্টিনায় জি২০ সম্মেলন শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্পকোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণকে ত্বরান্বিত করতেই এ বৈঠক। বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন’কে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানাবেন বলেও জানান ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-কিমের দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প। তখন কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। সূত্র: রয়টার্স।