বেদেই আছে জলবায়ু পরিবর্তন মোকাবিলার নির্দেশনা: জাতিসংঘ মহাসচিবকে মোদি

হিন্দুধর্মের পবিত্র গ্রন্থ বেদেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার নির্দেশনা রয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ কারণেই তিনি বর্তমান বিশ্বের এই সংকট মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। গত সপ্তাহে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন মোদি।

CLIMATE

আর্জেন্টিনার বৈঠকে মোদি ও গুতেরেস জলবায়ু পরিবর্তন ও প্যারিস জলবায়ু চুক্তিতে ভারতের সমর্থনের বিষয়ে আলোচনা করেন। সোমবার জাতিসংঘ মহাসচিবের দফতর থেকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও গুতেরেসের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আলোচনার কথা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নরেন্দ্র মোদি জাতিসংঘ মহাসচিবকে বলেছেন যে, জলবায়ু পদক্ষেপের ব্যাপারে তার দৃঢ় সংকল্পের অনুপ্রেরণা তিনি হিন্দুদের প্রাচীন গ্রন্থ বেদ থেকে পেয়েছেন। প্যারিস চুক্তি বিষয়ে ভারতের জাতীয়ভাবে ক্রমবর্ধমাণ অবদানের জন্য গুতেরেস মোদিকে ধন্যবাদ জানান।

সোমবার পোল্যান্ডের সংবাদ সম্মেলনে গুতেরেসকে প্রশ্ন করা হয়, জলবায়ু পরিবর্তন বিষয়ে ধর্মের ভূমিকার রাখার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন কিনা? জবাবে গুতেরেস বলেন, ‘শুধু খ্রিস্টান ধর্মই নয়, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্প্রতি কথা বলেছি। জলবায়ু পরিবর্তন বিষয়ে শক্তিশালী অবস্থান নেওয়ার অনুপ্রেরণার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা হিন্দু ধর্মের প্রধানগ্রন্থ বেদেই রয়েছে। আমার মনে হয়, এটা সব ধর্মেই রয়েছে।’

গুতেরেস এখন জাতিসংঘ কোপ-২৪ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেওয়ার জন্য পোল্যান্ডের কাতোভিতসা শহরে রয়েছেন। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কনভেনশনের জন্য সময়সীমা নির্ধারণ করা হবে। এতে ২০১৫ সালে গৃহীত ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করা ১৯৭টি দেশ অংশ নিচ্ছে।