রুশ সংযোগ নিয়ে চার মার্কিন নাগরিকের ওপর তদন্ত চালিয়েছে এফবিআই

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের অংশ হিসেবে চার মার্কিন নাগরিকের ওপর তদন্ত চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। তাদের বিরুদ্ধে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রচেষ্টায় সহযোগিতার অভিযোগ ছিল। শুক্রবার প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটি এবং হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়ে এমন তথ্য জানান এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জেমস কমিপ্রতিবেদনে বলা হয়, তদন্তে যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের রুশ সংযোগের প্রতি নজর দেওয়া হয়েছিল। জেমস কোমি চারজনের ব্যাপারে তদন্তের কথা বললেও সুনির্দিষ্টভাবে তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে তিনি জানিয়েছেন, এই চারজনের মধ্যে ট্রাম্প নেই।

২০১৭ সালের জানুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব নেন জেমস কোমি। কিন্তু ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলাকালে হঠাৎ করেই ২০১৭ সালের ৯ মে জেমস কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে অপসারণ করেন ট্রাম্প। নিজের অপসারিত হওয়ার ঘটনায় ট্রাম্পের রুশ সংযোগকেই দায়ী করেছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনেরও অভিযোগ, কোমির কার্যক্রমের কারণেই তাকে ট্রাম্পের কাছে হারতে হয়েছিল।