২ বছর পর আবার আলেপ্পোতে সোয়াইন ফ্লু

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে আবারও সোয়াইন ফ্লু দেখা দিয়েছে।  বিগত কয়েকদিনে অন্তত দুইজন শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যা দুই বছরের মধ্যে প্রথম। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

2018_03_07-Victims-of-allegedly-gas-attack-receive-treatment-in-Eastern-Ghouta20180308_2_29110087_31436941-আলেপ্পোতে যুদ্ধ চললেও গত দুই মাসে উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়া তুলনামূলকভাবে শান্ত রয়েছে। তবে  ২০১৬ সালের পর এই প্রথম সোয়াইন ফ্লু পাওয়া গেল । বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চিকিৎসক মুস্তাফা মোহাম্মদ বলেন, প্রাথমিক অবস্থায় এই রোগ মারাত্মক কিছু নয়। কিন্তু ধীরে ধীরে এটি নিউমোনিয়ায় রুপ নিতে পারে, রোগীর মৃত্যুও হতে পারে। তিনি বলেন, সিরিয়ায় এই রোগের কোনও টীকা নেই। সাধারণ জ্বরের চিকিৎসার জন্যই অষুধ রয়েছে এখভানে।

হোসাম তারবুশ নামে এক স্থানীয় জানান, তিনি এই রোগ সম্পর্কে আগে কখনোই কিছু শোনেননি। তাই এরজন্য প্রচারণা চালানো জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘িএখানে অনেক মানুষ বাস করে। কিন্তু কেউই এই বিষয়ে সচেতন নয়।

চিকিৎসা সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা  নিলে এই পরিস্থিতি মোকবিলা সম্ভব।