ফিলিস্তিনি নারীকে কারাদণ্ড ইসরায়েলের

ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ এনে এক ফিলিস্তিনি নারীকে ৩০ মারে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি আদালত। এক ফিলিস্তিনি উন্নয়নমূলক বেসরকারি সংস্থা জানায়, অবরুদ্ধ পশ্চিমতীরে  ইসরায়েলির ওপর ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়েছে ওই নারীর বিরুদ্ধে।

thumbs_b_c_f3b03ad4c676a9a8ae30182b5420d396এছাড়া ইসরা সামিথ জাবের নামের ওই ১৯ বছর নারীকে ২ হাজার শেকেল জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি।

চলতি বছর ফেব্রুয়ারিতে জাবেরকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা দাবি করে, পশ্চিমতীরে দুই ইসরায়েলি নাগরিকের ওপর ছুরি হামলার চেষ্টা করেন জাবের।

সরকারি হিসেব মতে, ইসরায়েলে এখন পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন। যাদের মধ্যে ২৭০ জন শিশু ও ৫২ জন নারী।