আফগানিস্তানে গোয়েন্দাদের লক্ষ্য করে হামলা, নিহত ৪

আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টোরেট ফর সিকিউরিটি বা এনডিএস সদস্যদের লক্ষ্য করে চালানো হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।

4bpwe6b270ad501bfpg_800C450

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রায়ই এমন হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে জানায়,  রাজধানী কাবুলের পশ্চিমে পাকমান এলাকায় এ হামলা হয়।

গোয়েন্দা সংস্থাটির মুখপাত্র বলেছেন, এখনো পরিষ্কার নয় যে, হামলাকারী পায়ে হেঁটে গিয়ে নাকি গাড়ি চালিয়ে হামলা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী গাড়িবোমা ব্যবহার করেছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি চেকপয়েন্টে তালেবানের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ভোরে কাবুলে এই হামলা হয়। কান্দাহারের সংঘর্ষে আট পুলিশ নিহত হয়েছেন। সংঘর্ষে ১১ তালেবানও নিহত মারা গেছে।

বেশ কিছুদিন ধরে আফগান নিরাপত্তা বাহিনী তালেবান ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।