ব্রেক্সিট ইস্যুতে কথা বলতে জার্মানি যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

 

 

 

ব্রেক্সিট নিয়ে কথা বলতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_48f1d25cee5dbafb6c2b20d3aceb8d3a

ব্রিটিশদের মধ্যে ব্রেক্সিট নিয়ে রয়েছে প্রবল ভিন্নমত। জরিপে ব্রেক্সিট গণভোট পরবর্তী সময়ে দেশটির জনগণের মনোভাব পাল্টে যাওয়ার চিত্র দেখা গেছে। অন্যদিকে তেমনি ব্রেক্সিটবিরোধীদের অনেকে দাবি তুলেছেন আরেকটি গণভোটের। ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করা নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দুই দুইজন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী। অন্য মন্ত্রণালয়েরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন। এদের মধ্যে সর্বশেষ হচ্ছেন বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রতিমন্ত্রী। এসবের পাশাপাশি, থেরেসা মেকে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিতে আস্থা ভোটের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন দলটির বেশ কয়েকজন সংসদ সদস্য। ৪৮ জন দাবি করলেই ডাকা হবে আস্থা ভোট।

ব্রিটিশ সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেন, যুক্তরাজ্যের অনুরোধে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার দুপুর একটার  সময় দেখা করতে সম্মত হয়েছেন।

সোমবার থেরেসা মে ব্রেক্সিট ভোট পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেন, সংসদে পাসের জন্য উত্থাপিত হলে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার সম্ভাবনাই বেশি। খোদ মের দলের সংসদ সদস্যরাই এর বিরুদ্ধে।

ইউরোপীয় ইউনিয়ন জানায়,ব্রেক্সিট নিয়ে পুনরায় আলোচনার কোনও সুযোগ নেই। ইউরোপীয় কাউন্সিল প্রধান ডোনাল্ড  টাস্ক বলেন, আমরা এই চুক্তি নিয়ে আর কোনও আলোচনা করবো না।  কিভাবে তারা আলাদা হবেন সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে।

বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনের  সম্মেলনে ব্রাসেলসে দেখা করছেন ইইউ নেতারা। সেখানে ব্রেক্সিট নিয়ে আলোচনার কথা রয়েছে।