সিরীয় সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ‍তুরস্ক

সিরীয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে তুরস্ক। বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কিলিসে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_ec15bc61d110276c92a1f10036d10ce9

তুরস্কের কাছে বিদ্রোহী হিসেবে চিহ্নিত কুর্দি বিদ্রোহী গ্রুপি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ইউফ্রেটিস নদীর পূর্বদিকে আইএস বিরোধী লড়াই করছে। তাদের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। ওই এলাকার মানবিজ শহর থেকে ওয়াইপিজি সদস্যদের সরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তুরস্ক। তবে সম্প্রতি ওই চুক্তি বাস্তবায়নে দেরি করা হচ্ছে বরে অভিযোগ করে আঙ্কারা।

এর মাঝেই সীমান্তে নিরাপত্তা জোরদারের ঘোষণা আসলো। একাধিক ট্যাংক ও সামরিক যান মোতয়েন করা হয়েছে। সেগুলোর লক্ষ্যও সিরিয়ার এবিল জেলা তাক করে রাখা।

নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা আনাদোলুকে জানান,মূলত সিরীয় সীমান্তে থাকা সেনাদের সহায়তাই এই সামরিক যান মোতায়েন করা হয়েছে।