ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানে এক রাতে আটক ৪০

অবরুদ্ধ পশ্চিমতীরে এক রাতের ঝটিকা অভিযানে অন্তত ৪০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনি এক এনজিওকে উদ্ধৃত করে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

thumbs_b_c_8408497325403df0ba7dcdaff313c8de

অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনি হিসেব অনুযায়ী বর্তমানে ইসরায়েলি আটক কেন্দ্রে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানায়,কুবার ও সিলওয়াদ শহর থেকে ১০ জন আটক করা হয়েছে। এছাড়া নাবুলাস, তুবাস, ‍তুলকার্ম ও হেব্রন থেকে আরও ১১ জনকে আটক করা হয়। ্ এছাড়া পূর্ব জেরুজালেমসহ বেশ কিছু শহর থেকে আটক করা হয় ১৯ জনকে।

এই আটক নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। বুধবার রাতে পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তিন ফিলিস্তিনি।

এর আগে গত মাসে দুই দফার অভিযানে ১৩ জন ও  ১৬ জন করে ফিলিস্তিনি আটক করে ইসরায়েলি বাহিনী। সরকারি হিসেব মতে, ইসরায়েলে এখন পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন। যাদের মধ্যে ২৭০ জন শিশু ও ৫২ জন নারী।