তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত ৪৭

তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, এছাড়া  আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৩ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

thumbs_b_c_70a715c8312954cc2b82947064086477

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দ্রুতগতির ট্রেনটি অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন জানান, রেললাইন পরিদর্শনে আসা একটি রেল ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির যোগাযোগ ও অবকাঠামো মন্ত্রী কাতিট তুরান বলেন, নিহতদের মধ্যে তিনজন মেকানিক রয়েছে। এই সংঘর্ষের পর পথচারীদের জন্য নির্মিত একটি ওভারব্রিজও ধসে পড়ে।   

রাজধানী আঙ্কারা থেকে কোনিয়া অভিমুখে যাত্রা করেছিল ট্রেনটি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে প্রসিকিউটররা