কয়লা খনি দুর্ঘটনায় চীনে নিহত ৭ শ্রমিক

দক্ষিণপশ্চিম চীনের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত ও অপর তিন জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার চংকিং পৌর এলাকায় খনিতে সংযুক্ত যন্ত্রাংশ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।চীনের একটি কয়লা খনি
বিশ্বের শীর্ষ কয়লা উৎপাদক দেশ চীন। দেশটির জাতীয় কয়লা খনি নিরাপত্তা প্রশাসনের হিসেবে ২০১৭ সালে কয়লা খনি সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৭ শতাংশ কম বলে দাবি তাদের। চলতি বছরের জানুয়ারিতে কয়লা খনি নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনের পর বিবৃতিতে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি বলে উন্নতি সত্ত্বেও ‘কয়লা খনির নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এখনও ভয়ানক।

রবিবার সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়েছে উঁচু স্থানে কয়লা তোলার যন্ত্রটির একটি অংশ ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে। আহত তিন শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

গত অক্টোবরে শাংডং প্রদেশে ইয়ানচেং এলাকার কয়লা খনিতে পাথর ধসে পড়ে আট খনি কর্মী নিহত হয়। এছাড়া জুনে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের একটি লৌহার খনিতে শক্তিশালী এক বিস্ফোরণে ১১ কর্মী নিহত হয় ও আরও নয় জন আহত হয়। এছাড়া মে মাসে চীনের হুনান প্রদেশে এক কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়।