জার্মানিতে মসজিদে পুলিশি অভিযান

জার্মানির বার্লিনে এক মসজিদে অভিযান চালিয়েছে পুলিশ। তাদের দাবি, মসজিদটির ইমাম সিরিয়ায় আইএস জঙ্গিদের অর্থায়নে সহায়তা করছে। জার্মান প্রসিকিউটররা বলেন, সন্ত্রাসীরা যেন অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে সেজন্যই এই অর্থায়ন করছেন তিনি।

 download

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বার্লিনের উত্তরাঞ্চলীয় শহর ওয়েডিংয়ের আস-শাবা মসজিদে মঙ্গলবার এই অভিযান চালায় পুলিশ। সেখানে আহমেদ এ নামের এক ইমামের বিরুদ্ধে অভিযোগ আনে তারা।

তবে এখন পর্যন্ত সেই ইমাম কিংবা তার কোনও আইনজীবী মন্তব্য করেননি।

এর আগে ২০১৬ সালে একটি ইসলামপন্থী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ২০০টিরও বেশি ফ্ল্যাট বাড়ি, অফিস এবং দুটি মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।  গোষ্ঠীটি ইসলামিক স্টেটের জন্য যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছিল বলে অভিযোগ ছিলো।