কলকাতায় চলন্ত বাসে আগুন

ভারতের কলকাতায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর রোডে বিমানবন্দরের তিন এবং আড়াই নম্বর গেটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

12প্রতিবেদনে বলা হয়, আগুনের ফলে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে গাড়ি থামিয়ে দেওয়া হলে দ্রুত বাস থেকে বেরিয়ে যান তারা। কিন্তু প্রচুর ভিড় থাকায় যাত্রীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ফলে অনেকে জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।

দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই স্থানীয় একটি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা।

কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।