অপহরণের ৩২ বছর পর বলিভিয়া থেকে আর্জেন্টাইন নারী উদ্ধার

১৯৮০'র দশকের কথা। মানব পাচারকারীদের হাতে জিম্মি হয়ে পড়ে ১৩ বছর বয়সী এক আর্জেন্টাইন কিশোরী। এরইমধ্যে কেটে গেছে ৩২ বছর। কিছুতেই হদিস মিলছিলো না তার। এ বছরের শুরুতে আর্জেন্টাইন পুলিশ জানতে পারে দক্ষিণ বলিভিয়ার বেরমেজোতে আছেন ওই নারী। তাকে খুঁজে বের করতে যৌথভাবে কাজ শুরু করে আর্জেন্টাইন ও বলিভীয় পুলিশ।

উদ্ধার হওয়া আর্জেন্টাইন নারী (বাম থেকে দ্বিতীয়)
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আর্জেন্টাইন ওই নারীকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। এ মাসের শুরুতে পুলিশ সে বাড়িটি শনাক্ত করে এবং অভিযান চালায়। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। তার বয়স এখন ৪৫ বছর। উদ্ধার হওয়া নারীর নাম প্রকাশ করা হয়নি।

২৫ ডিসেম্বর (মঙ্গলবার) আর্জেন্টাইন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া ওই নারী মার দেল প্লাটায় তার পরিবারের কাছে ফেরত গেছেন। ৩২ বছর আগের ওই অপহরণের পেছনে ঠিক কারা দায়ী সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি।