নরওয়েতে বরফধসে চাপা পড়া ৪ পর্যটককে মৃত ঘোষণা

নরওয়েতে বরফধসের কবলে পড়া ফিনল্যান্ড ও সুইডেনের চার পর্যটককে শুক্রবার (০৪ জানুয়ারি) মৃত ঘোষণা করেছে নরওয়ের পুলিশ। বরফধসের ৩৮ ঘণ্টা পরেও তাদের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংশ্লিষ্টরা সেখানে স্কিয়িং করতে গিয়েছিলেন।s4.reutersmedia.net.htm গত বুধবার নরওয়ের উত্তরে অবস্থিত থ্রোমসে বরফধসের ঘটনাটি ঘটে। স্থানটি স্কিয়িংয়ের জন্য প্রসিদ্ধ। সেখানে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের তিন জন ও সুইডেনের একজন নাগরিক। বরফধসের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

উদ্ধারকারীরা হেলিকপ্টারে করে স্থানটিতে অনুসন্ধান চালিয়েছেন। কিন্তু পর্যটকদের কারওর অবস্থান নির্দিষ্ট করা যায়নি। রেডিও বার্তার মাধ্যমে বরফধসের খবর দেওয়ার জন্য যে দুইটি ট্রান্সসিভার ব্যবহার করেছিলেন তারা, শুধু সেই যন্ত্র দুইটি পাওয়া গেছে।

বৃহস্পতিবার উদ্ধার তৎপরতার সময় স্কিয়িংয়ের ফলে সৃষ্ট দাগকে বরফধসের স্থানটির দিকে যেতে দেখা গেছে। কিন্তু সেখান থেকে কারও ফিরে আসার প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে থ্রমসের পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বরফধসের পর ৩৮ ঘণ্টা পেরিয়ে গেছে। আমার যে অনুমান করেছিলাম, তারা বরফধসে চাপা পড়েছে, এখন সেটাকেই চূড়ান্ত ঘোষণা করছি। এটা এখন নিশ্চিত করে বলা যায়, তাদের কারওর ক্ষেত্রেই এখন বেঁচে থাকার সম্ভাবনা নেই।’