যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বাতিল তালেবানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা বাতিল করেছে আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান। মঙ্গলবার গোষ্ঠীটির কর্মকর্তারা জানান, আলোচ্যসূচির ব্যাপারে একমত না হওয়ায় তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

846d47c9e1a7f3592950d66cf15adc18-5c2afcdbb7d38১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের সমাপ্তি টানতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। ৯/১১ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে শুরু করা যুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ কোটি মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। তৎকালীন  প্রসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন ৯/১১ হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে আফগান গোষ্ঠীটির বিরুদ্ধে। তবে এই যুদ্ধের ইতিবাচক সমাধান আনতে চলতি সপ্তাহেই বৈঠকে কথা ছিলো তালেবান ও যুক্তরাষ্ট্রের।

রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে তালেবান কর্মকর্তারা বলেন, ‘দুই পক্ষই কাতারে বৈঠক বাতিলের ব্যাপারে সম্মত হয়েছে।’

এর আগে এক সিনিয়র তালেবান কর্মকর্তা বলেছিলেন, বুধবারে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলো দুই পক্ষ। মধ্যপ্রাচ্যের দেশগুলো অনুরোধ করেছিলো যে আলোচনায় যেন আফগান সরকারি কর্মকর্তারাদের যুক্ত করা হয়। কিন্তু তালেবান সেই অনুরোধে সাড়া দেয়নি।